উত্তরঃ স্যার সকল খরচ সহ ১১৫ টাকা কেজি। হোম ডেলিভারি ফ্রি।

উত্তরঃ স্যার আমরা বাগান থেকে বেছে বেছে শুধু বড় সাইজের এবং ভাল মানের আমগুলাই দেই এজন্য বাগান মালিকের থেকে বেশি দাম দিয়ে নিতে হয়। ছোট সাইজের আমগুলা আমরা দেইনা। তাছাড়া আমরা উন্নতমানের প্যাকেজিং করে পাঠায়, হোম ডেলিভারি ফ্রি দিচ্ছি। এর জন্য আপনাদের থেকে আলাদা কোনো টাকা নিচ্ছিনা। তো সব মিলিয়ে এর নিচে দেয়া যায়না। তবে দাম একটু বেশী হলেও আপনি নিশ্চিন্তে থাকেন যে কেমিক্যেল মুক্ত ফ্রেশ ভাল মানের আম পাবেন ইনশাআল্লাহ। কোয়ালিটির ব্যাপারে আমরা কখনও কম্প্রোমাইজ করিনা স্যার।

উত্তরঃ জ্বি স্যার আপনি দেখে নিবেন। এমনকি আমরা ভিডীওতে বলেছি যে আপনি বাসায় যেয়ে খাওয়ার পরেও যদি একটি আমও খারাপ পান তাহলে আমাদের শুধু একবার কল করে জানাবেন। আমরা সেই একটি এমের টাকাও আপনাকে ফেরত দিয়ে দিব ইনশা আল্লা, কারন আমরাও আল্লাহর কাছে দ্বায়বদ্ধ।

উত্তরঃ এভারেজে ৪-৫ টাই এক কেজি হবে স্যার।

উত্তরঃ রাজশাহীর অরিজিনাল স্বাদের হিমসাগর এমন সাইজের ই হয় স্যার। আমাদের এখানে বোম্বাই হিমসাগর আম ও আছে সেগুলা ১ টাতেই এক কেজি হবে। কিন্তু সেগুলার স্বাদ তেমন ভালনা সেজন্য সেগুলা আমরা দিচ্ছিনা। আর ৪-৫ টাই এক কেজির এই আমগুলাই খুবই কড়া মিষ্টি হয়।